প্রায় দেড় যুগ আগে হঠাৎ করেই হারিয়ে গেলেন। একজন মানুষ। আজ এত বছর পর কোন সে চিঠি পড়ে জনৈক পিতা লাভ করলেন পিতৃহ? কাকে খুঁজে পেতে হন্যে হয়ে উঠলেন? এক বাবার কাছে তার না দেখা কন্যাকে ফিরিয়ে দিতে, দেড় যুগ পুরনাে এক রহস্যের তল পেতে এই নগরের পথে নামল অদ্ভুত এক চরিত্র। সে শুধু বিভ্রান্তি তৈরি করে তা-ই নয় সে নিজেই এক সাক্ষাৎ বিভ্রান্তি। একজন অভ্র দুরন্ত প্রেম, দুৰ্জেয় রহস্য আর দুর্বোধ্য এক চরিত্রের উপ্যাখ্যান।