ওদেসার পটভূমিকায় লেখা আত্মজৈবনিক উপন্যাস ‘অমলধবল পাল। শ্রেণিসংগ্রামের টানটান উত্তেজনাপূর্ণ পরিবেশ ও সেই সময়কার (১৯০৫) রােমান্টিসিজমের স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছিল কাহিনির মুখ্য দুই চরিত্র দুটি বালককে। একজন পেতিয়াজনৈক শিক্ষকের ছেলে, অন্যজন এক বৃদ্ধ জেলের নাতি-গাভিক।
সংবেদনশীল সপ্রতিভ এই দুটি বালক তাদের সমবয়স্ক আর সকলের মতােই যেমন ছেলেমানুষি দুষ্টুবুদ্ধি ধরে, তেমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপ্লবী দায়িত্ব পালনেও তারা পিছপা হন না। তাদের কাছে খেলাধুলা নিছক খেলা নয়। অ্যাডভেঞ্চারধর্মী আকর্ষণীয় এই উপন্যাসটি রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও ক্লাসিক রচনা।