ভালেন্তিন কাতায়েভের লেখা আত্মজৈবনিক উপন্যাস ‘নিঃসঙ্গ সাদা পাল’। ১৯০৫ সালের শ্রেণী সংগ্রামের আবহের মধ্যে অদ্ভুত এক রোমান্টিসিজম ফুটিয়ে তুলেছেন লেখক। গল্প এগিয়ে চলেছে মূল দুই চরিত্র শিক্ষকের ছেলে পেতিয়া আর বৃদ্ধ জেলের নাতি গাভ্রিককে ঘিরে। সিদ্দিক মাহমুদুর রহমানের সাবলীল অনুবাদে দারুণ এক অ্যাডভেঞ্জার এর মুখোমুখি হবেন পাঠক।