মোট ছয়টি ভূতের গল্প নিয়ে বইটি সাজানো হয়েছে। ভূতের গল্পমানেই ভৌতিক যত কা-! ভূতের গল্প পড়তে যেমন শিশুরা আনন্দ পায় ঠিক তেমনি লেখকরাও ভূতের গল্প লিখে আনন্দ পায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, পাঠকরাও ভূত বলতে কিছু আছে বলে বিশ্বাস করে না, আবার লেখকরাও ভূত আছে বলে বিশ্বাস করে না। তবু গল্প পড়তে পাঠকের কেন এত আনন্দ! আর লেখকেরই বা লিখতে কেন আনন্দ! ভৌতিক ঘটনার গল্প পাঠকরা পড়লে হয়তো লেখক গল্প লিখতনা। ঠিক তা নয়। ঠিক তা নয়; লেখকের আসলে ভৌতিক প্রবলেম আছে। যাহোক, যেভাবেই হোক গল্প তো হলো। এখন পড়ে বুঝতে হবে সত্যিকার অর্থেই ভূত আছে কি নেই। এই বইয়ে ছয় ধরনের ভূতের গল্প আছে। ছয়টি গল্পই শিশুদেরকে ভাবনার জগতে নিয়ে যাবে। ভূতের গল্প সত্যি মজার গল্প।