বাংলা সাহিত্যে নাতে রাসূল (সা.) এক বিশেষ শাখা, যেখানে আমাদের প্রিয় নবি হজরত মােহাম্মদ (সা.)-এর নামে প্রশংসাসূচক বাক্য দিয়ে কাব্য রচনা করা হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কবি ফররুখ আহমেদ, কবি গােলাম মােস্তফাসহ অনেকেই নাতে রাসূল (সা.) রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। ঠিক একইভাবে কবি মাে. মেহেবুব হক আপন মনের মাধুরী মিশিয়ে রচনা করেছেন এক-একটি নাত। রাসূলের ইশকে বিভাের হয়ে কবি মনের মুকুরে লুকিয়ে থাকা প্রতিটি অভিলাষকে তুলে ধরেছেন একএকটি অনুপম ছন্দে, জাগ্রত করেছেন আশেকে রাসূলের হৃদয়কে, স্বর্গীয় আলােকচ্ছটায় উদ্ভাসিত করেছেন তাদের মন-প্রাণকে। রাসূল (সা.)-এর প্রেমে রচিত এই কাব্যগ্রন্থটি বাংলাভাষী ধর্মপ্রাণ মুসলমানদের নিকটে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, তা প্রত্যাশা করা যায়।