মুগ্ধতার অনন্য রাজ্যে পাড়ি দিয়ে স্বর্গীয় প্রশান্তির চাদরে নিজেকে মুড়িয়ে কবি লিখে চলেছে মানব মনের গহীনের কথা। কবির প্রতিটি কবিতায় ধর্ম, দর্শন, মানুষের আচার ব্যবহার ও সংস্কৃতি সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। কবি অনুভব করেছেন পাপ-পুণ্য, ভালো-মন্দ ও আলো অন্ধকার জগতের চিরায়ত লীলাখেলা। তিনি দেখিয়েছেন ঐশ্বরিক প্রেমের পথই মুক্তির পথ। যে পথের সন্ধানে যুগে যুগে পা বাড়িয়েছে সত্যান্বেষী মানুষের দল। ঐশী প্রেমে বিমুগ্ধ কবি পথ দেখিয়েছেন মুক্তির। যে পথ ধরে অনন্তকালের পথে যুগেযুগে পাড়ি জমিয়েছেন সাধকের দল।