২০০৮ সাল, ২১ নভেম্বর।
বিক্রমপুর থেকে শপিং করার কথা বলে বউ রুমাকে ঢাকা ডেকে আনি, উঠি একটি আবাসিক হােটেলে। রুমার সাথে ছােট মেয়েটিও আসে, যার বয়স মাত্র দুই বছর। আর বড় ছেলের বয়স পাঁচ, যাকে ওর নানুর কাছে রেখে এসেছে রুমা। বউয়ের সাথে আমার তর্ক-বিতর্ক চলতে থাকে। আমার রাগ খুব চরম পর্যায়ে পৌঁছালে, আমার কাছে থাকা চায়না চাকু দিয়ে বউয়ের গলায় পরপর দুইটি পােচ দেই। বউয়ের গলা দিয়ে রক্ত বের হতে থাকলে ও…