“বিশ্বাসের বিপক্ষে সময়” বইয়ের ফ্ল্যাপের লেখা:
অবিচার, শােষণ আর উৎপীড়নের বৈধ কারাগারে বন্দি নিখিলের সমস্তশিশু। অথচ দুধে-ভাতের আশায় শিকারী-সংগ্রাহক পিতা সন্তানের হাতে তুলে দিয়েছিল এই রাষ্ট্র। গণতন্ত্রহীনতা ও সংঘর্ষ বাস্তবতার দেশে কবি সজিব মজিদের পাঠ এখানেই জরুরি। তার কবিতার আনখশিরে রয়েছে সেই অনুঘটিত সত্যের ঘােষণা- পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী ও ব্যর্থ প্রতিষ্ঠানের নাম রাষ্ট্র। এই বয়ান আমাদের চমকে দেয়। পৌঁছে দেয় কবিতার নতুন সেন্সিবিলিটির জগতে। ভাষা ও ভাবের মুন্সিয়ানায় কবি প্রকাশ্য করেছেন অখিল রাষ্ট্রের রাজনৈতিক চলচ্চিত্র।