“রৌদ্রপ্রলাপ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্নভাবে নিঃসঙ্গ। আর এই নৈসঙ্গকে অসহনীয় জেনে নয়, তার মধ্যে ডুবে থেকেই একজন কবি তার কবিতা লিখেন । কবি নাসিরুদ্দিন শাহ তেমনই একজন। তার কবিতায় এই প্রকারের এক স্বপ্নময় প্রতিবেশের দেখা পাই, যা মনায় একাকীত্বে, ক্লান্তির ভায়ােলিন বাজায়। এই কবির কবিতায় আছে নিষ্কণ্টক মসৃণতা। কবিতার নির্মাণ ও বৈচিত্র্য তার কবিতাকে করেছে বিশিষ্ট। তিনি কবিতায় ফুটিয়ে তােলেন আধুনিক মানুষের বিচিত্র ও জটিল সব মনােজাগতিক যাপন ও যন্ত্রণা। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতাকে কখনাে একটি বিশেষ অনুভূতির উদ্ভাবনার ক্ষেত্রে সত্য ও প্রয়ােজনীয় করে তুলেছেন। এক্ষেত্রে কখনাে তার কবিতার বিষয় উদাসীনতা, গৃহকাতরতা, উচ্ছ্বাস, একাকীত্ব ইত্যাদি। কবিতা সম্পর্কে তার নিজস্ব চিন্তা গভীর ও সহজ। এই কবির কবিতায় এক ধরনের ঘােরলাগা ভাবনার গভীরতা দৃষ্ট হয় যা মুহূর্তেই শেষ হয়ে যায় না। আর শব্দের বুননে রয়েছে অন্তর্গত ছন্দ।