দারু মিয়া বলে মুজিব তুমি গুণ-সিন্ধু। তাইত বাঙ্গালী তোমায় ডাকে বঙ্গবন্ধু ধন্য ধন্য বঙ্গবন্ধু তোমার জীবন। বিলায়ে দিয়েছ প্রাণ দেশের কারণ দেশের তরে জীবন নাহি কাঁদিল যাহার এ ভব সংসারে বৃথা জনম তার এক নদী রক্ত দিয়া স্বাধীনতা আনি। দুই লক্ষ মা বোন হইল কলঙ্কিনী কোটি ঘরবাড়ি পুইড়া করল ছাই। বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা পাই রাজধানীতে উড়ায় স্বাধীন বাংলার নিশান। জয় বাংলা বলিয়া সবে গায় জয়গান উনিশ’শ একাত্তর সনে ষোলোই ডিসেম্বরে। স্বাধীন হইল বাংলা রাখিও স্মরণে বঙ্গবাসী যত ছিল হইল এত খুশি। হাত বাড়াইয়া পাইল যেন আসমানের শশী গেল না রক্তের খেলা রক্তের মেলা রক্তে খেলে ঢেউ। ভালোমানুষ বাঁচতে দেয় না। ভাবে না তা কেউ। যেমন বঙ্গবন্ধু গুণ-সিন্ধু জাতির পিতা হইল। ধানমন্ডিতে সপরিবার লইয়া জীবন দিল