‘পল্লীতে সৎশিক্ষা বিস্তারের জন্য, পল্লীর অভাব অভিযোগ দেশের নেতৃবৃন্দ ও গভর্নমেন্টের গোচরীভ‚ত করিবার নিমিত্ত এবং তাহার প্রতিকারের পন্থা নির্দ্দেশ করিবার নিমিত্ত আমরা আমাদের ক্ষুদ্র শক্তি লইয়া এক বছর পূর্ব্বে পল্লী সেবা সমিতির প্রতিষ্ঠা করি এবং তাহার মুখপত্র ‘সবুজ পল্লী’ লইয়া সমাজের খেদমতে দাঁড়াই। কতটুকু কৃতকার্য্য হইয়াছি জানি না। জানি আমাদের প্রশংসা বড় বড় নেতার বা সংবাদপত্রের মুখে উঠিবে না। জানি ভবিষ্যৎ ইতিহাসের পৃষ্ঠায় আমাদের কাজের কোন চিহ্ন থাকিবে না। কিন্তু ইহাও জানি, তাজমহলের ভ‚গর্ভস্থ ইষ্টক খÐগুলি কাহারো দর্শনীয় বা প্রশংসনীয় হয় না। অথচ তাহা ব্যতীত এই মর্ম্মর স্বপ্ন-শাহজাহানের আশ্চর্য্য কীর্ত্তি দাঁড়াইতে পারে না। দেশোন্নতির বিরাট কাজে আমরাও তাহাই। আমাদের নাম থাক বা না থাক, আমাদের কাজ থাকবেইÑ আমাদের এই কাজের সহায়তা নিয়াই একদিন এদেশে, উন্নতির গগনস্পর্শী সৌধ নির্ম্মিত হইবে।’ (প্রথম প্রকাশ, ১৯৩৩)