“পাবলো নেরুদার কবিতা” বইয়ের পেছনের কভারে লেখা:
…ও আমার দূরের মেয়ে, তুমি কেবল জমিয়ে রাখে অন্ধকার, চাউনিতে তােমার কখনও-বা জেগে ওঠে মহাআতঙ্কের তটভূমি।
অপরাহ্বে ঝুঁকে পড়ে সবেগে ছুঁড়ে দেই আমার মনমরা খ্যাপলা জাল ছুঁড়ে দেই সেই সমুদ্রে যা তােমার নীলাঞ্জন চোখদুটিতে ঢেউ ভাঙে
…যেন সকল নক্ষত্র, কাস্তিলের পৃথিবীর সকল শস্যশিষ লিখে রাখে তােমাদের নাম, তােমাদের প্রাণান্ত সংগ্রাম ও প্রবল ও পার্থিব রক্তিম দেবদারুর মতাে তােমাদের জয়ােপাখ্যান।
কারণ, তােমাদের আত্মত্যাগে পুনর্জন্ম ঘটিয়েছ তােমরা বিনষ্ট বিশ্বাসের, অনুপস্থিত আত্মার, পৃথিবীতে আস্থার, এবং তােমাদের প্রাণপ্রাচুর্যের, তােমাদের মহত্ত্বের, তােমাদের শহীদদের ওপর দিয়ে, যেন জমাট পাথুরে রক্তের উপত্যকা ছাপিয়ে প্রবাহিত ইস্পাত ও আশার পারাবত-সংকুল এক মহতী নদী।…’