ফ্ল্যাপে লিখা কথা
পাবলো নেরুদা (১৯০৪-১৯৭৩) আমাদের কাছে শুধু একটি সম্মোহক নাম নয়- এবং তিনি শুধু সাহিত্যে নোবেল প্রাইজপ্রাপ্ত কবি হিসেবেই পরিচিত নন। বিশ্ব শান্তির শ্বেতকপোত হিসেবে এবং মানবতাবাদী ও যুদ্ধবিরোধী চেতানার দূত হিসেবে তিনি বিশ্ববাসীর কাছে নন্দিত ও শ্রদ্ধান্বিত ব্যাক্তিত্ব।
এই মহান মানবতাবাদী কবি সারাজীবন নিবেদিত ছিলেন সমাজতন্ত্র, মেহনতি মানুষের মুক্তি ও অধিকার আদায়ের সংগ্রামে। প্রেমিক ও বিপ্লবী এই কবি একজন সফল কুটনীতিবিদও ছিলেন। এশিয়ার বিভিন্ন দেশ বিশেষ করে আমাদের পাশ্ববর্তী দেশ বার্মাতে ছিলেন কয়েক বছর এবং ভারতের দিল্লি, কোলকোতায়ও এসেছেন কয়েকবার।
পাবলো নেরুদা ছিলেন জীবনবাদী ও জীবন পিপাসু। ত্যাগেও ভোগে এবং বিপ্লবে প্রেমে তার জীবন এক সম সমীকরণের মোহনীয় মোহনায় মিলিত হয়েছিলো।
নেরুদা কমিউনিষ্ট পার্টি করেছেন, সমাজতন্ত্র ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে যেমন আপোসহীন লড়াতু সৈনিক তেমনি তিনি দেহভোগী। তিনি প্রেমিক, যৌনতা ও নারী আসঙ্গ সুখে সুখী তৃপ্ত এক প্রাণবন্ত ও রক্তমাংসের জীবন্ত মানুষ।
দুরন্ত দেহলি বার্মিজ মেয়ে যোসি রিসের সাথে গড়ে ওঠে তার রোমান্টিক প্রেম- তাকে নিয়ে লিখেছেন কবিতা আবার কলম্বোর বিস্ফোরক দেহলি মেথর যুবতীও হয়েছে তার যৌন-সঙ্গিনী।
বহুপ্রেমিকা এসেছে তার জীবনে। যৌনসুখে ছিলেন পরিতৃপ্ত, বিয়েও করেছেন একাধিক। বড়ো আকর্ষণীয় তার জীবন।
এই আকর্ষনীয় জীবন পীপাসু কবিরে প্রেম ও বিদ্রোহের কিছু কবিতার সাথে আমাদের ভাষান্তরের মাধ্যমে পরিচিত করেছেন শিকড় সন্ধানী মৌলিক গবেষক ড. সফিউদ্দিন আহমদ।
ড. সফিউদ্দিন আহমদ তুলনামূলক সাহিত্য ও বিশ্বসাহিত্যে একজন বিদগ্ধ পন্ডিত। অনুবাদ সাহিত্যেও তিনি আমাদের কাছে একজন নন্দিত সাহিত্যিক।তার অনূদিত প্লেটোর The Last days of Socrates এবং টি.এস.এলিয়ট ও ডিরোজিও কবিতার অনুবাদ পন্ডিতজনের প্রশংসা অর্জন করেছে।
এই গ্রন্থে পাবলো নেরুদা জীবন ও কবিতার ওপর রয়েছে ঋদ্ধ, আকর্ষনীয় ও তথ্য সমৃদ্ধ একটি আলোচনা এবং প্রেম ও বিপ্লবের ভাষান্তরিত কিছু কবিতা। আমি আশা করি ড. সফিউদ্দিন আহমদ- এর এই আকর্ষণীয় আলোচনা ও কবিতার ভাষান্তর পাঠককেও আকর্ষণ করবে এবং ভরে দেবে মুদ্ধতায়।
মনিরুল হক
সূচিপত্র
প্রেম ও বিপ্লবের কবি পাবলো নেরুদা
অনুবাদ প্রসঙ্গে
প্রথম পর্ব
বিপ্লবের কবিতা:
দ্বিতীয় পর্ব
প্রেমের কবিতা: