“সাড়ে মানুষের বাজার” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মানুষের প্রাত্যহিক সমাধিস্থ হওয়া এবং আকস্মিক। প্রত্যাবর্তনের সহজাত উদ্বেগ, আরেকটি মানুষের দুঃখবােধে অক্লান্ত নার্সিসিজম অথবা স্নায়ুর অস্বীকার, কখনও মাছরাঙাদের শেকলবন্দী করার পায়তারা আবার কখনও। নকশাকাটা বারান্দার হেলুসিনেশন, আষ্টেপৃষ্ঠে বাঁধতে চায়। যে কোলাহল কিংবা বেঁচে থাকার অর্থ লুকোয় যে স্বেচ্ছাচারী। জটলা তাকে পেছনে রেখে এসে জীবনের সন্ধান জনিত অসহ্য দ্রোহের কথা জানায় সাড়ে মানুষের বাজার। গল্প শােনাতে ইচ্ছা হলেও জমাট বাঁধা জেদের কারণে শেষ পর্যন্ত প্রিয় মানুষকে ডুবসাঁতারের গল্প শােনানাে হবে নাকি। হবে না সে দ্বন্দ্ব উন্মীলিত এখানে। উন্মীলিত এখানে। বর্ণমালা কর্তৃক প্রত্যাখ্যাত হবার সম্ভাবনার অনুভব। ‘সাড়ে মানুষের বাজার’ আরও জানিয়ে দেয় দাড়িয়ে ডানা ঝাপটানাে অলস কবুতরগুলাের নির্বুদ্ধিতার গল্প, অথবা। মাঝরাত্তিরের দুঃখী কুকুরটাকে আঙ্গুল তুলে চিনিয়ে দেয়; সম্রান্ত পাড়ার তুলনামূলক শক্তিশালী কুকুর গ্যাং-এর সাথে তর্কযুদ্ধে হেরে গিয়ে করুণ সুরে কাদে যে, একলা একলা।