প্রেমহারানাে বিরহী মানুষটিকেও সময়ের স্রোত দুঃখবিলাসী করে তােলে কখনাে কখনাে। নিজের অজান্তে সে দুঃখবিলাসের কাছেই হয়তাে সমর্পিত হয়, খুঁজে পায় বেঁচে থাকার রসদ। নির্বাসনে প্রেমহীন অভ্যস্ত চিত্তটা পরিবর্তিত একটা সুসময়ে যদি দুই যুগ আগের হারানাে প্রেমটা ফিরে পায়, তাহলে জীবনটা যেমন রঙিন হওয়ার স্বপ্ন থাকে, ঠিক বিপরীতে আশঙ্কাও থাকতে পারে লণ্ডভণ্ড হওয়ার। কারণ মধ্যিখানের লম্বা সময়টুকু যে বৃক্ষের ডাল-পালা-শেকড় মেলে দিয়েছে, সেটি উপড়ে ফেলা কি চারটিখানি কথা? হারানাে প্রেম ফিরে আসার ছােবলে কারও কাছে মনে হতে পারে- বিরহকালের দুঃখবিলাসটা মন্দ ছিলাে না বৈ কী!