কোনাে এক ঈদের ছুটিতে চার বন্ধু বেরিয়ে পড়ে। কোলকাতায় ওদের সঙ্গে যােগ দেয় আরও তিনজন। সেখান থেকে দিল্লী, আজমীর, জয়পুর, আগ্রা ঘুরে আবারও ফিরে আসে সাতজন যাত্রী, ‘সিটি অব জয়’তে। সেখান থেকে ঢাকায়। একজন কোলকাতার ছেলে। তাই রয়ে যায়। বেশ টাইট শিডিউল। অবশ্য এছাড়া আর উপায়ও ছিল না। এত কম সময়ে অনেকগুলাে শহর ঘােরা, তার ওপর ট্রেন মিস করার কারণে একদিন বেশি দিল্লীতে থাকা, ভ্রমণের টুকিটাকি, বন্ধুদের মানঅভিমান, খুনসুটিসহ পুরাে ট্যুরে কী হলাে না হলে সেটাই মলাটবন্দি করা হয়েছে এখানে।
ভ্রমণের গল্প বলার পাশাপাশি ঐতিহাসিক এসব স্থানের খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন। লেখক। যারা এসব ঐতিহাসিক এলাকায় গিয়েছেন, তাঁরা নিজেদের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখুন। আর যারা যাননি, তারা একবার ঘুরে আসার প্ল্যান করতে পারেন।