বইটিতে মেডিকেল কলেজসমূহের বিগত সকল বছরের প্রশ্নাবলি ও ঢাকা। বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত সকল বছরের প্রশ্নগুলাের উত্তরসহ সুস্পষ্ট আলােচনা শিক্ষার্থীদের কাছে সহজবােধ্য এবং বােধগম্য করে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি Topic- বুঝার সুবিধার্থে ছক আকারে প্রদান করা হয়েছে।