“বুলেট ফিজিক্স” বইটি সম্পর্কে কিছু কথা:
মাধ্যমিক পরীক্ষার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কঠিন ভর্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত সময় হলাে জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়। এই কম সময়ে যথাযথভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় সবগুলাে প্রশ্নের সঠিকভাবে সমাধান করতে পারাটাই বড় সফলতা। তারই ফলশ্রুতিতে Ucc কর্তৃক “Bullet” বইটি প্রকাশিত হয়েছে। আশা করছি বইটি ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের মনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে একজন সুযােগ্য গৃহশিক্ষকের ন্যায় কাজ করবে।
বইটির নতুন সংস্করণ পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। বইটি পড়ে শিক্ষার্থীরা উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি।