“এক ফালি হলুদ রোদ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
আহমদ মেহেদী স্বচ্ছ মানসিকতার একজন মানুষ। স্বপ্ন দেখেন অদূর ভবিষ্যতের। আকাশের দিকে। তাকিয়ে যেন তার প্রার্থনা- তােমাকে ছুঁয়ে দেখতে চাই। কর্মব্যস্ত মানুষটি অসাধারণ কিছু গল্প লিখেছেন যা পড়ে (পাণ্ডুলিপি) আমি সত্যিই বিমােহিত। এ যেন অধিকাংশ মানুষের জীবনবােধের কথা। ফুটিয়ে তুলেছেন চরম বাস্তবতার চিত্র। গল্পগুলাে যেমন এক বৈঠকে পড়ে ফেলা সম্ভব, তেমনি চোখের কোণে দু’ফোঁটা জল আসতে পারে, কখনাে একরাশ হাসি জাগতে পারে কিংবা নিজেকে আয়নায় দেখার মত প্রতিচ্ছবির অবতাড়নাও হতে পারে । অসাধারণ নামকরণের মধ্যদিয়ে ছােট গল্পের বই ‘এক ফালি হলুদ রােদ’ যেন সার্থকতার পথে। পাঠকের ভালােবাসা অর্জনের সক্ষমতা রাখে তাঁর প্রথম বইটি। সকলের জন্য অশেষ ভালােবাসা জ্ঞাপন করছি।