“মানুষ” উপন্যাসের বিষয়বস্তু
মুক্তি— ধর্মান্ধতা, যৌন তৃষ্ণা, পুঁজিবাদী বৈষম্য, ভাবনায় বন্দীত্ব, সংকীর্ণ মানসিকতা— এসব প্রেক্ষাপটে উপন্যাসের বিশাল ক্যানভাসে এক সাবলীল রোমাঞ্চকর ও মনুষ্যত্বীয় প্রতিবাদী কাহিনীর মধ্য দিয়ে মানুষের মুক্তির বিষয়টি উঠে এসেছে।