আমাদের পারিপার্শ্বিক ঘটনা নিয়েই আমাদের জীবন। সেখানে সুখ আছে, দুঃখ আছে, প্রেম, বিরহ, ভালােবাসা-সবই আছে। আছে। মানুষরূপী কতগুলাে দানব। আমাদের জিজ্ঞাসা আছে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে। সমাজ, রাষ্ট্র আমাদের বসবাসের জন্য কতটা উপযােগী হিসেবে গড়ে উঠেছে-এসব ভাবনা নিয়েই লেখক তার কথার জাল বুনেছেন। সেটা কতক ছন্দে, আবার কতক স্রেফ কথামালায়। সময় হয়তাে বিচার করবে তা কতটা প্রাসঙ্গিক। কতটা মানুষের মনে দাগ কাটতে পেরেছে। কীভাবে পিতা তার সন্তানের জন্য হাহাকার করে মরে কিংবা পুত্র তার পিতামাতার ভালােবাসা টিকিয়ে রেখেছে। ছকবাঁধা। নিয়মের বাইরে গিয়ে চলুন শব্দের রাজ্য থেকে একটু ঘুরে আসি।