“বিশুদ্ধ তিলাওয়াত” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
এটা কোনাে তাজবীদের কিতাব নয়। বিশুদ্ধ তিলাওয়াত সংক্রান্ত নিয়ম-নীতি বর্ণনা করা এবইয়ের উদ্দেশ্যও নয়। এ বিষয়ের গুরুত্ব-প্রয়ােজনীয়তা এবং সমাজের বাস্তবতা ও আমাদের করণীয় সম্বন্ধে রচিত প্রবন্ধ মাত্র। সর্বস্তরের শিক্ষিত মুসলমান বিশেষত আলেম সমাজ ও হাফেযে কুরআনদের জন্য রচনা করা হয়েছে। এই প্রবন্ধ। আমাদের অমনােযােগিতা অলসতা উদাসীনতা ও খামখেয়ালিপনার বাস্তব উদাহরণ টেনে তা থেকে উত্তরণের পথ নির্দেশও বর্ণনা করা হয়েছে এই প্রবন্ধে।