রক্তে ভেজা ১৯৭১। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, লাল-সবুজ পতাকা যে কোন বাঙালির হৃদয়ে আলোড়ন তোলে গভীর মমতায়। বর্ণে বর্ণ, শব্দে শব্দে, ছন্দে ছন্দে রচিত গান ও কবিতায় সেই স্পন্দনকে ধরে রেখেছেন কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র ছিল ১৯৭১ সালে বাঙালির হৃদয়ের খোরাক। স্মরক ডাকটিকিটের বর্ণিল অবয়বেও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য প্রকাশিত হয়েছে অনবদ্য উচ্চতায়। অমর অজয় অক্ষয় অব্যয় মায়াময় গৌরবময় আয়োজনের নির্মল নির্যাস ‘কবিতা গান ও ডাকটিকিটে বাংলাদেশের মুক্তিযুদ্ধ’।