আমাদের চারপাশে প্রতিনিয়ত গল্প তৈরি হয়। এসব গল্পের মাঝে কিছু গল্প মনের, মায়ার, ভালোবাসার, বন্ধুত্বের, বিরহের, মানবিকতার কিংবা প্রত্যাখ্যানের। মনের গভীরে এদের বসবাস। গল্পটি পড়ে কোথাও না কোথাও আপনি নিজেকে খুঁজে পাবেন। দুই দণ্ড চুপ করে ঝুল বারান্দায় বসে থাকবেন। আধুনিক নরনারীর এই আখ্যান পৃথিবীর নানা শহরের কিন্তু তাদের আবেদন শাশ্বত। কারণ সময় বদলে যাবে কিন্তু মানুষের বন্ধুত্ব, ভালোবাসা, নিঃসঙ্গতা কিংবা জীবন সংগ্রামের গল্প একই রকম রয়ে যাবে। হয়তো কোনোদিন কপালে শীতল স্পর্শে আপনার ঘুম ভেঙে যাবে আর মনে পড়বে ফেলে আসা কিছু সময় -এক হিমেল দহনে পুড়বে মন। ভালোবাসার এক অমোঘ টানে জীবন আর মৃত্যুর মাঝামাঝি এক অদৃশ্য সিক্সথ ফ্লোরে চলে যাবে মন। বরাবরের মতো এই লেখকের ছোটগল্প কবিগুরু রবীন্দ্রনাথের দেয়া সংজ্ঞায় ছোট ছোট দুঃখ-কথা বলবে। কিন্তু কাহিনির গতিশীলতা, সূক্ষ্ম রস-বোধসম্পন্ন সংলাপ, গল্পের বৈচিত্র্য আর সমাপ্তিতে অপ্রত্যাশিত বাঁক পাঠককে ছোটগল্প পড়ার আনন্দটুকু দেবে।