সন্জীদা খাতুনের বর্ণাঢ্য জীবনকে কোনো ছকবাঁধা বৃত্তে আবদ্ধ করা অসম্ভব কারণ আজীবন তিনি গেয়েছেন বৃত্ত ভাঙার গান। স্থাণুতার আঁধার পেরিয়ে আলোর প্রভাত-পানে পথচলার নাম-সন্জীদা খাতুন। স্মৃতিকথা এবং আত্মজৈবনিক লেখা তিনি আগেও লিখেছেন তবে এই জীবনবৃত্ত একেবারেই ব্যতিক্রম। সাত অনুচ্ছেদের এই ছোট্ট বইয়ে আছে এক মহাজীবনের বিন্দুভাষ্য। নিজের ফেলে আসা ও বহতা সময়-‘জীবনারম্ভ’ থেকে ‘সম্মাননা অর্জন’; এমন পরিক্রমায় আমরা এখানে পাব প্রায় নয় দশকের এক বিশ্বস্ত জীবনলিপি যেখানে সুখকর প্রাণের কথার পাশাপাশি আছে বেদনার গাথাও। সন্জীদা খাতুন সর্বপ্রিয় হওয়ার মোহ থেকে মুক্ত বলেই অপ্রিয় সত্য উচ্চারণে নির্দ্বিধ। শিক্ষাজীবন, পরিবার, পেশাজীবন, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে স্বচ্ছন্দ বিচরণ-এসবের সূত্রে তিনি ফিরে তাকাতে চেয়েছেন সমাজ, রাষ্ট্র, বিশ্বের বৃহৎ ভূগোলে। ব্যক্তিগত ছোটখাটো ঘটনার উল্লেখে গুরুভার বিষয়কে করে তুলেছেন প্রসন্নতায় ভরপুর। সেইসঙ্গে ভাষার স্বচ্ছতা স্মৃতিগদ্যের গহনে যোগ করেছে লাবণ্যের আভা। জীবনবৃত্ত সন্জীদা খাতুনের সাম্প্রতিক গদ্যরীতিরও মূল্যবান স্মারক।