কোনোকিছুতেই এখন আর আগের মতো মনোযোগ দিতে পারি না। মাথাও কেমন যেন ভারি ভারি লাগে। আর এরই মাঝে এক রাতে ঘটে যায় এক বিদঘুটে ঘটনা। এটা বাস্তব না দুঃস্বপ্ন আমি ঠিক বলতে পারবো না। তবে, সে রাতে আমি স্পষ্ট শুনতে পেয়েছি- কেউ একজন থমথমে গলায় আমায় বলছেঃ “তোমাকে এখন থেকে সারাটাজীবন তুতেনখামেনের অভিশাপ বয়ে নিয়ে চলতে হবে। সুতরাং সাবধানে থেকো হাসনাইন। সাবধান!
সাবধান!”
সকালে ঘুম থেকে উঠে যখন পথে নামি তখন রাতের সবকিছু ভুলে যাই। ভুলে যাই
দুঃস্বপ্ন, ভুলে যাই অভিশাপ। কেনোই বা ভুলবো না- একা মানুষের অতো ভাবলে চলে
না। একা মানুষের কেউ নাই, আকাশ আছে। আকাশ ভরা তারা আছে, মেঘ আছে, বৃষ্টি
আছে, রোদ আছে, একা মানুষের সব আছে।