‘ইসলাম ও বিজ্ঞানের দৃষ্টিতে সৃষ্টিতত্ত্ব ও পঞ্চতত্ত্ব’ গ্রন্থে আল্লাহপাক তাঁর সৃষ্টির সূচনাকাল ও পরবর্তীসময়ে পঞ্চতত্ত্ব তথা আকাশ, বায়ু, অগ্নি, পানি ও সলিড (মাটি বা পৃথিবী) কীভাবে সৃষ্টি করেছেন, কীভাবে প্রকৃতি ও তার দূষণ হচ্ছে এবং দুষণ রোধ ও সুরক্ষা সম্পর্কে বিশদ, সূক্ষè ও সুচারুভাবে আলোকপাত করার চেষ্টা করা হয়েছে।