প্রকৃতি ও আউলিয়া এক সুতোয় আবদ্ধ। প্রকৃতি যেমন বিশাল তেমনি মাইজভাণ্ডারী দর্শন ও এই দর্শনের আউলিয়াগণও বিশাল। ‘প্রকৃতি, ভারতবর্ষ ও মাইজভাণ্ডারী দর্শন’ গ্রন্থে প্রকৃতির বিশালত্বের মাধ্যমে মাইজভাণ্ডারী দর্শন ও এই দর্শনের আউলিয়াদের বিশালত্ব এবং এর মাধ্যমে প্রকৃতির বিশালত্ব আর অবদানকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাঁদের সাধন পদ্ধতি, জীবন দর্শনের সাথে প্রকৃতির কী সর্ম্পক, প্রকৃতির মধ্যে কেনই বা ডুবে থাকতেন তাঁরা– তার সংক্ষিপ্ত বিবরণ ও তাঁদের আলোকিত জীবন, কর্ম, সাধন পদ্ধতির সাথে প্রকৃতি, ভারতবর্ষ ও ভারতবর্ষের জ্ঞানের কী আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।