b”যাবজ্জীবন” বইটির সম্পর্কে কিছু কথা:br/b এই জীবনে আমরা কেবল ততক্ষণ পর্যন্ত লড়ি, যতক্ষণ আমাদের হারানাের ভয় থাকে, বুকের ভেতর অসম্ভব কিছু চাওয়া থাকে। যেন কেনাে কিছুর বিনিময়ে নিজের ইচ্ছে ও স্বপ্নদের জন্য সবটুকু দিয়ে লড়ে যেতে হবে। লড়তে হবে তার জীবনের সকল চাওয়া পাওয়ার জন্য। মানুষ তার জীবনে চাওয়া-পাওয়া, টিকে থাকার জন্য আসলেই অনেক কিছু করে। একের পর এক জটিল যুদ্ধ, এই যুদ্ধের শেষ নেই। জীবন মানেই শুধু বাঁচার জন্য অবিরাম লড়ে যাওয়া। অথচ একটা সময় যখন আর আমাদের হারানাের কিছু থাকে না, থাকে না অসম্ভব ভাবে কোনাে কিছু পাওয়ার কোনাে বাসনা, তখন এই পৃথিবীতে বেঁচে থাকা নিয়ে আর কোনাে ভয় থাকে না। সব চাওয়া পাওয়া হয়ে গেলে, সব অজানা জানা হয়ে গেলে আমরা কেবল দিন গুনি, দিন গুনি এক মৃত্যুতে বিলীন হবার। এই জীবন নামক কারাগার থেকে মুক্তির অনিঃশেষ অপেক্ষায়।