খুব মেঘ করেছে জেনেও কিছু কিছু মানুষ পথে নামে–
এখানে কে সাথে যাবে,
কবে কে কথা দিয়েছিল
একই পথের একই রেখা হবে বলে;
অথবা ঘোর অপেক্ষা নিয়ে
তাঁরা বসে থাকে না।
তারা জানে–
হয়তো মাঝরাস্তা পর্যন্ত না যেতেই ঝড় উঠতে পারে।
হয়তো পথের ধুলোয় হারিয়ে যাবে খুব চেনা পথ;
তবুও তারা পথ থামতে জানে না!
বিষন্ন আকাশের পথে পথে তারাই তো মেঘ ছুঁয়ে বৃষ্টি নামায়,
তারাই তো শঙ্খচিল…