বইটি কেন পড়বেন :- ক. এ বইয়ে বিচারপতি, বিচারক ও আইনজীবীদের জন্য প্রযোজ্য আচরণবিধিসমূহ প্রাঞ্জল ভাষায় অনুবাদ করে দেয়া হয়েছে। খ. আচরণবিধি-সংক্রান্ত বাংলাদেশ সুপ্রীম কোর্ট ঘোষিত নজির সৃষ্টিকারী রায়সমূহ এখানে সন্নিবেশিত আছে। গ. এই প্রথম বাংলাদেশ বার কাউন্সিল প্রণীত ‘ক্যাননস্ অব প্রফেশনাল কনডাক্ট অ্যান্ড এটিকেট্’ এর পূর্ণাঙ্গ অনুবাদ প্রদান করা হয়েছে এই বইয়ে। ঘ. আইনজীবী-সহকারী বা অ্যাডভোকেট ক্লার্কদের জন্য প্রযোজ্য আচরণ ও শৃঙ্খলাবিধিও অন্তর্ভুক্ত আছে এখানে। ## বিভিন্ন আইন, রায় ইত্যাদি দলিলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিচার বিভাগের জন্য প্রযোজ্য সম্ভাব্য সকল আচরণবিধি নিয়ে প্রকাশিত বাংলায় এটিই প্রথম একমাত্র বই।