“কথামালা” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
কথামালা- একটি কাব্যগ্রন্থ। এই মলাটবন্দি শব্দরাজ্যে ধরা পড়ে এক পরিবর্তমান শৈলীর নিরীক্ষা। একজন লেখক পরিবর্তিত হতে হতে এলে জড়তাকে এড়াতে পারেন না। নানা জটিল মানসিকতার ছায়া কাব্যগ্রন্থে। কেবল কবিতা বলাই উদ্দেশ্য নয়, শ্লীল-অশ্লীলতার উর্ধ্বে উঠে তা জীবনকে দেখে একটু দূর থেকে, বিহঙ্গের মতাে। জীবন বক্ররেখার দোলাচলে আমরা যে প্রাত্যহিক স্বপ্ন দেখি, কল্পনার চোখে সাজাই নিজেরই বাসভূমি, দিগন্ত বিস্তৃত পৃথিবী- কবি বােরহান উদ্দীন রব্বানী তার কবিতার ভাষা ও উপমায় সুন্দরের কথা বলেছেন, ভালােবাসার কথা বলেছেন চমৎকারভাবে। আসুন তার কবিতা পাঠ করি…।