“কাজলা দীঘির মেয়েরা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
যে দীঘিতে পাঠকরা এর দিতে যাচ্ছেন সেই দীঘিতে কিছু জলকন্যার বাস। তাদের কেউ কেউ জীবন যুদ্ধে হেরেও হারেনি, কেউ জিততে গিয়েও হেরে গেছে। কারাে ভাগ্য সুপ্রসন্ন, কেউ বা নিজেই ভাগ্যের চাকা ঘুরিয়েছে। তাদেরকে আরাে কাছ থেকে জানতে গিয়ে হয়তাে পাঠকরা দেখে বলবেন, “আরেহ! ঐতি তাে একদম আমার প্রেমিকার মত।” কিংবা “আমার কাছের বান্ধবীটার সাথে তাে অয়ন্তী নামের অগােছালাে মেয়েটার মিল খুঁজে পাচ্ছি।”