মৃত্যুর রঙ — হয়তো কালো কুয়োপাড়ে এইসব ধ্বনি থমকে থাকবে অনন্ত কাল, কিংবা হড়কে যাবে দুই পা হঠাৎ, ঝুপ করে শেষবার মহাকালে মিলিয়ে যাবার আগে একটা ক্ষীণ ধ্বনি। আমলকীর ডালে ঝুলিয়ে দেবার ব্যর্থ প্রচেষ্টায় নীত হলে গোঁফ চুমরে জানান দেবে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি: বাছা হে, মৃত্যু মানে ঘোর অমাবস্যায় গিলে নেওয়া জীবন… জেনেছি, কোনো স্মৃতি জেগে থাকে না অতঃপর, না কোনো হাহাকার। আহা! মৃত্যুর রঙ তবে, আসলে – কালো।