আত্মান্বেষী কবি আবু মকসুদ। তাঁর কবিতা ব্যক্তিক আভায় উজ্জ্বল। কিন্তু ব্যক্তিগত আবেগের আড়ালে রয়েছে স্বদেশ-শৈশবের নানান নতুন অনুষঙ্গ বিনির্মাণ। ফারুক আইডল, রাজ্জাক ফ্যাশনে কবি যখন শাবানামুখী কিংবা ‘খতনা-উত্তর’ তাঁর মক্তব মধুর হয়ে ওঠে-তখন কবি ও কবিতার বেড়ে ওঠার ইঙ্গিত দেয়।
‘আনসার মাঠে বিকেলের রোদ’ গ্রন্থে এমন এক বোধের জগৎ নির্মাণ করেছেন আবু মকসুদ। তাঁর চিন্তার আভা ও দীপ্তি অঙ্কিত থাকবে বাংলাকাব্যে।