অনুভূতির অভিধান

৳ 270.00

লেখক তাহসান খান
প্রকাশক অধ্যয়ন প্রকাশনী
ভাষা বাংলা
সংস্কার 1st Published, 2021
দেশ বাংলাদেশ

বিস্ময়
আমি এমন একটা যুগে বড় হই যখন স্কুলে কিংবা বাসায় শাসনের নামে মৃদু প্রহারের প্রয়ােগ ছিল খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমার স্কুল ছিল সেন্ট যােসেফ হাই স্কুল, একটা মিশনারি স্কুল । অনেক বছর ধরে বিদেশী হেড মাস্টারদের পরিচালনায় থাকায় অন্যান্য স্কুলের তুলনায় শারীরিক প্রহারের প্রয়ােগ ছিল খুব কম। আর আমিও ছিলাম শান্ত শিষ্ট (লেজবিশিষ্ট) তাই মার খেতে হয়নি কখনাে, বাসায় যদিও আমার বাবা মা বরাবরই খুবই কড়া প্রকৃতির ছিলেন, এই ব্যাপারটায় তারা ছিলেন অসম্ভব প্রগতিশীল এবং নমনীয়। মােটকথা, যে যুগে বেড়ে ওঠা মানে জালি বেতের সাঁড়াশি অভিযানে পুরাে প্রজন্ম তটস্থ, সেই যুগে প্রহার ব্যতিরেকেই আমার শৈশবের বেড়ে ওঠা।
কিন্তু শাসন?
সে ছিল বিস্তর।

তাহসান খান, বিনােদন জগতের প্রায় সব কটা জানালায় তার কড়া নাড়ার অভিজ্ঞতা থাকলেও গীতিকার, সুরকার এবং গায়ক হিসেবেই তিনি নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বােধ করেন। গান আর কবিতা লেখার চর্চাটা অনেক পুরনাে, আর তাই নিজেকে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়াস মস্তিষ্কের কোনাে এক প্রকোষ্ঠে সুপ্ত অবস্থায় ছিল বলে অনুমেয়। লেখার তাগিদটা ২০২০ সালের মহামারীতে বেগ পেল যখন পুরাে বিশ্ব হয়ে গেল স্থবির, আর প্রায় প্রতিটা মানুষই অন্তর্মুখী। সেই অন্তরযাত্রারই ফসল এই অনুভূতির অভিধান। এই অভিধানে স্থান পেয়েছে লেখকের জীবনের কিছু গল্পের ছায়ায় ২০টি অনুভূতির একান্ত নিজস্ব ভাবার্থ। প্রতিটা গল্পের রয়েছে নিজস্ব প্রাণ। কারাে জন্যে গল্পগুলাে শুধুই বিনােদন আর কারাে জন্যে হয়তাে বেঁচে থাকার পাথেয়।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ