দুই বন্ধু শিহাব সরকার আর রিচার্ড ম্যাকিনটশ ওরফে রিকি। কিশোর গোয়েন্দা হিসেবে নাম আছে দুজনের। ছুটির দিনে আরও কজন বন্ধুর সঙ্গে পাহাড়ে সাইক্লিং করতে গিয়ে অদ্ভুত এক ঘটনা চাক্ষুস করলো ওরা। ওদের এক বন্ধুর গাড়ি চালাচ্ছে অজ্ঞাত একজন লোক। তার কিছুক্ষণ পরে খাদের মধ্যে সেই গাড়ির ধ্বংসাবশেষ পাওয়া গেল এবং গাড়ির চালককে অন্য এক গাড়িতে করে পলায়নরত অবস্থায় দেখতে পেল ওরা। ওদের বন্ধু ধ্বংসপ্রাপ্ত গাড়ির মালিক ডেভিড এল্টন জানালো কিভাবে ভয়ঙ্কর এক মাদক চোরাচালানকারী দলের সঙ্গে জড়িয়ে গেছে তার পরিবার। সবকিছু শোনার পরে ওরা ডেভিডকে সাহায্য করবে বলে কথা দিয়ে ফেলল শিহাব। সত্যিই কি পারবে ওরা বন্ধুর এই বিপদে সাহায্য করতে?