জীবনটা তো রঙিন। রঙিন জীবনের নান্দনিকতায় হারিয়ে যেতে চাই আমরা সবাই। কিন্তু সে সুযোগটা কি ইসলামে অবাধ রয়েছে আমাদের জন্য? কোন বাধানিষেধই বা আছে কি না এতে? আমাদের প্রতিটি কথা-কাজ-আকীদা-বিশ্বাস ইচ্ছেমতো সাঁজানো যাবে কি? দুনিয়ার জীবনে এসব উদযাপন ও লালনের ক্ষেত্রে কোন্ সূত্রই বা আমাদের মানা উচিত? প্রতিটি কাজের পেছনে কোনো পরিচালক আছে কি? থাকলে তার প্রকৃতিই বা কেমন? – এসব নিত্যনৈমিত্তিক শত সহ¯্র প্রশ্নের দ্বার উন্মোচনে ভ‚মিকায় অবতীর্ণ হতে চায় ‘অদৃশ্য প্রহরী’। প্রাচ্য থেকে প্রতীচ্যে পবিত্র কুরআন, সুন্নাহ ও বিশ্বসেরা সালাফদের কীর্তিকথা নিয়ে পবিত্রতার মাহফিলে বিশ্বাসের তরী ভাসাতে চায় ‘অদৃশ্য প্রহরী’।