“স্মৃতির শহর” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
তাসনীম হােসেনের চোখে দেখা ৭০, ৮০ এর দশকের ঢাকা শহর ও তার শৈশবের গল্প স্মৃতির শহর। তিনি ২৫ বছর ধরে এই শহরে নেই। শহর ছেড়ে গেলেও এই শহর তাকে ছেড়ে যায় নি। স্থানে ও অস্থানে সে তাকে পিছু ডাকবেই। স্মৃতির শহর সেই স্মৃতির সংকলন। ২০১০ সালে সচলায়তনে। ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। ধারাবাহিক হলেও সেটা স্মৃতির মতােই ছন্নছাড়া। সবার শৈশবেই বােধহয় বাকি সবার শৈশবের খানিকটা করে ছায়া আছে। কোন কিছু না মিললেও আবার অনেক কিছুই মিলে যায়, স্মৃতির শহর সেই সবার শৈশবেরই গল্প। এতে যেমন আছে বিক্ষুব্ধ বাংলাদেশের গল্প, তেমনি আছে স্কুল শুরুর আগে বালকদের কলরব, আছে উদ্দেশ্যবিহীন ঘােরাঘুরির গল্প আর আছে একটা ভুলতে না পারা শহরের গল্প।