প্যারেন্টহুডের রেজিস্টারে সদ্য নাম লিখিয়েছেন? কিংবা জলদি লেখাবেন, তোড়জোড় চলছে? অথবা সে পাটের ঢের দেরি এখনো? স্ট্যাটাস যেটাই হোক, পাঠের জন্য এ জাতীয় কোনো লাইসেন্স জরুরি নয়। শিশুপালন ডিজনিল্যান্ডের মতো, সতেরো থেকে সাতান্নÑ সবার খোরাক আছে এখানে। কৌতুক, ভালোবাসা মোড়া তথ্যবহুল এ এক মায়াময় স্মৃতিচারণ পাঠ। শিশুপালন লেখকের পিঠোপিঠি কন্যাদের বেড়ে ওঠার গল্প নিয়ে লেখা। স্বজনহীন পরবাসের ব্য¯ত্ম জীবনে দূরšত্ম ছানাদের একটু একটু করে বেড়ে ওঠার ছবি। তাতে ইয়াঙ্কী জীবনের প্রতি শেস্নষ আছে, আছে আশেস্নষ, ফেলে আসা দেশের প্রতি ভালোবাসা আছে, হারানো সেই নিখাদ শৈশব নিয়ে আছে আক্ষেপ। সিবলিংস রাইভ্যালরির টুকরো ছবির ফাঁকফোকরে খুঁজে পাওয়া যায় অতি উপাদেয় নিষ্কলুষ হিউমার। হেভেন অফ কনজিউমারিজম, শ্যাম চাচার দেশ নিয়ে সেসব রসিকতায় বারবার হেসে উঠতেই হয়, ও জিনিস থামানোর জো নেই! শিশুপালনের মতো গুরম্নগম্ভীর বিষয়ের তথ্যবহুল এক মজাদার উপস্থাপনা এই বই।