আমার দিনগুলোতে কষ্টরা ঘিরে থাকে। আমার ভালোলাগায়, জীবন-যাপনে, ভালোবাসায়, বেঁচে থাকায়- এ কষ্টগুলো প্রতিনিয়ত ছটফট করে, রক্তক্ষরণ ঘটায় অভ্যন্তরে, ক্রমাগত দখল করে নেয় আমার আমিকে। বাইরে থেকে তার কিছুই বোঝা যায় না। অথচ কষ্টরা আছে, জ্বলজ্যান্ত আছে। কিন্তু দৃশ্যমান ক্যাকটাস নেই। আমার যাপিত জীবনের হারানো আনন্দ, নিজস্ব বিষাদ, কান্তিবর্জিত স্মৃতি- আমি আমার মতো লেখার অভ্যাসে প্রকাশ করেছি- আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ “কষ্ট আছে, ক্যাকটাস নেই”-এ। পাঠকদের ভালো লাগলে আমার কষ্ট সার্থক হবে।