এতদূর এসে দেখি
জন্মাবধি বিচ্ছিন্নতার কাল
নৈঃশব্দে ধাবমান
প্রার্থনার সমান
ফলবান সকাল-বিকাল
ঘামের মতো মুছে ফেলে
শিউলি-ঝরা ভোর;
স্কুল-ড্রেসের ভেতর
এক সবুজ ঝলক
হঠাৎই হরিৎ হয়ে যায়;
বিষণ্ন বৃক্ষ, মায়াবী ফুল
সূক্ষ্মাতিসূক্ষ্ম বেড়ে ওঠে
বিষাদের গোপন ঠোঁটে