জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫) যেমন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের প্রতিষ্ঠাতা তেমন তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ভিত্তিভূমি ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা। ১৯৫৭ সালে এই সংস্থা গঠনের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তানে আধুনিক চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়। এর আগে এই অঞ্চলে চলচ্চিত্র নির্মাণের কোনো ¯’স্থায়ী স্টুডিও ছিল না। বঙ্গবন্ধু যখন পূর্ব পাকিস্তানের শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতি দমন মন্ত্রী হন তখন এদেশের সিনেমা হলে প্রদর্শিত হতো আমেরিকার হলিউড, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, মিশর, ইতালি প্রভৃতি দেশ এবং কলকাতা, মুম্বাই, মাদ্রাজ, করাচি ও লাহোরে নির্মিত বিভিন্ন চলচ্চিত্র। এই অঞ্চলে তখন কোনো চলচ্চিত্র নির্মাণের সুযোগ-সুবিধা ছিল না। অবশ্য এর আগে ১৯৩১ সালে ঢাকার নওয়াব পরিবারের উদ্যোগে নির্বাক কাহিনীচিত্র ‘দি লাস্ট কিস বা শেষ চুম্বন’ এবং ১৯৫৬ সালে আবদুল জব্বার খানের পরিচালনায় প্রথম সবাক বাংলা কাহিনীচিত্র ‘মুখ ও মুখোশ’ ও কয়েকটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়। এসব ছিল বিছিন্ন ঘটনা।