একাত্তরে এপ্রিল থেকে জুলাই মাসে প্রাথমিক পর্যায়ে মুক্তিসেনাদের পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে অভিযান তেমন জোড়ালো হয় নাই। কিš‘ মাঝামাঝি সময় আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মুক্তিবাহিনীর যুদ্ধাভিযানে সুসংগঠিতভাবে আক্রমণে উলে¬খযোগ্য গতি আসে। এ সময় মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শহর-বন্দর, গ্রাম-গঞ্জে গোপন¯’ানে অব¯’ান নিয়ে শত্রæ সৈন্যের উপর উপর্যপুরি আঘাত আনে। ¯’ল এবং নৌ পথেও অতর্কিত হামলা চালিয়ে পাকিস্তান বাহিনী ও তাদের দোসর আলবদর, রাজাকার ও আল-শাম্সকে নানানভাবে ব্যতিব্যস্ত রেখে নাজেহাল করে ছাড়ে। তাছাড়া বিদেশি অস্ত্রবোঝাই জাহাজ, খাদ্যবাহী নৌযান, মিলিটারীবাহী নৌকা-লঞ্চে মাইন পূঁতে রেখে ধ্বংস করে মুক্তি গেরিলারা। শত্রæর শক্তি ও ক্ষমতাকে দুর্বল করার জন্য রাস্তাঘাট, কালভার্ট, সেতু-সড়ক বিধ্বস্ত করে ওদের যোাগাযোগ ব্যব¯’ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওদের মনোবলকে পঙ্গু করে দেয় মুক্তিবাহিনীর নির্ভীক যোদ্ধারা।