‘মা’ এমনই একটি ছোট্ট শব্দ, যার মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস¦ার্থ ভালোবাসা ও সকল সুখের কথা। চাওয়া-পাওয়ার এই নশ্বর পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুই তুলনীয় নয়। শব্দ বা বাক্যে কিংবা কবিতায়, সময় ও অবস্থান অথবা মন-মানসিকতার পরিবর্তনে ‘মা’ অনুভূতির বহুমুখী, বি-ঘটিত, বহুল ভাব ব্যঞ্জনার প্রকাশ করা যায়, যা সবাই প্রাণময় কিংবা সরলীকরণ করতে পারে না; তবে কেউ কেউ পারে! কবি সঞ্জয় কুমার সোম এমনি একজন তরুণ সাহিত্যিক যিনি তাঁর ‘অনিরুদ্ধ নীলিমা’ কাব্যগ্রন্থে একজন মাতৃহারা সন্তানের অনুভূতির সুগভীর উপলব্ধি আধুনিক কাব্যিকতার ধারায় বিস্তৃত ও সফলভাবে প্রকাশ করতে সক্ষম হয়েছেন। গ্রন্থটি পাঠক মহলে সমাদৃত হবে বলে আশা করি। আমি তাঁর সাহিত্য প্রতিভার উত্তরোত্তর সাফল্য ও পাঠকপ্রিয়তা কামনা করছি। -ডা. জয়প্রকাশ সরকার কবি, মোটিভেটর, লেখক ও চিকিৎসক।