আমাদের দেশে অন্যান্য পেশার তুলনায় অ্যাকাউনটেন্সি পেশা অপেক্ষাকৃত নতুন। এখনও দেশের অধিকাংশ মানুষ তথা অভিভাবকগণ এ পেশা সম্পর্কে অবগত নন। এ কারণেই তারা ছেলেমেয়েদেরকে তাদের অতি পরিচিত পেশা যেমন- চিকিৎসা, প্রকৌশল, আইন ইত্যাদি বিষয়ে শিক্ষিত করতে চান। তাদের অজ্ঞতার প্রধান কারণ হচ্ছে- আমাদের দেশে আদিম কৃষিভিত্তিক অর্থনীতির প্রাধান্য, অর্থনীতিতে দেশীয় ও বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানের স্বল্পতা, ব্যবসা-বাণিজ্যে অনগ্রসরতা ইত্যাদি। তবে আশার কথা, বর্তমানে আমাদের অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমশ বাড়ছে। আর অজ্ঞতার ফলশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের কোনো ‘রচনা’ বইতে জীবনের লক্ষ্য ‘আমি ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চাই’ এ ধরনের কোনো রচনার দেখা পাওয়া যায় না। তদ্রূপ কোনো ঔপন্যাসিক বা চিত্রনাট্যকার তার উপন্যাস, চিত্রনাট্য বা চলচ্চিত্রে মূল নায়কের চরিত্রে বা খলনায়ক হিসেবেও কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে উপস্থাপন করতে দেখা যায় না। কিছুদিন আগ পর্যন্ত বিবাহ-শাদীর ক্ষেত্রেও বর বা কনে হিসেবে কেউ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খুঁজতো না, তবে অধুনা ওই অবস্থার বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়।