পরিবেশ বলতে আমরা স্বাভাবিকভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকেই বুঝে থাকি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতার বিষয়টিই সবসময় আমাদের চিন্তাচেতনা, কাজেকর্মে, আলোচনা সমালোচনা, সভাসমিতি সেøাগানে উঠে আসছে। আমি আমার এই লেখার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার পিছনে মানুষই যে মূল চালিকাশক্তি এবং মানবিক গুণ ও মূল্যবোধসম্পন্ন মানবিক পরিবেশ যে আগে অর্জন করা দরকার সেই কঠিন সত্য কথাটি গুরুত্বের সাথে বলতে চেয়েছি। আর মানবিক গুণ ও মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির মাধ্যমে উন্নত মানবিক পরিবেশ সৃষ্টিতে ঐশী বাণী তথা স্রষ্টা প্রদত্ত বিধানের কোনো জুড়ি নেই বলে আমার মনে হয়, সেই সত্য কথাটিও আমি যুক্তি দিয়ে বুঝাতে চেয়েছি।