মাজা ব্যথা একটি সর্বজনীন সমস্যা। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মাজা ব্যথায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যারা মাজা ব্যথায় ভোগেন তারা এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ডাক্তারের কাছে চিকিৎসা সেবা নিতে যান এবং খুব দ্রুত উপশম চান। এক্ষেত্রে ভুক্তভোগী রোগী অধিকাংশ সময় আশানুরূপ ফল পান না। ফলে রোগীরা দেশ-বিদেশের বিভিন্ন ডাক্তার-কবিরাজ, এমনকি পীর ফকিরেরও কাছে ছুটে যান সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগী রোগী তার সমস্যার সঠিক কারণ ও সমাধান খুঁজে পান না। এ অনুধাবনবোধ থেকেই ডা. এটিএম আব্দুর রাজ্জাক ‘মাজা ব্যথার জানা-অজানা কথা’ গ্রন্থটি লিখেছেন। এ গ্রন্থে লেখক মাজা ব্যথার কারণ ও প্রতিকার এবং তাঁর চিকিৎসক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও কেস স্টাডি অত্যন্ত সহজসরল ভাষায় তুলে ধরেছেন। তাইতো এ গ্রন্থটি বাংলা ভাষাভাষী মানুষের বিশেষ উপকারে লাগবে বলে আমি বিশ্বাস করি। রাদ্ধ প্রকাশের স্বত্বাধিকারী হিসেবে ডা. এটিএম আব্দুর রাজ্জাক-এর ‘মাজা ব্যথার জানা-অজানা কথা’ গ্রন্থটি প্রকাশ করতে পেরে সম্মানিত বোধ করছি। গ্রন্থটি প্রকাশে সহযোগিতা করার জন্য যারা নিরলসভাবে শ্রম দিয়েছেন তাদের সবার প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।