বিশ্ব এখন একটি গ্রামে পরিণত হয়েছে। প্রযুক্তি পৃথিবীর দেশগুলোকে পাশাপাশি এনে দিয়েছে। তাই কোনো একটি দেশের সমস্যা সে দেশের অধিবাসীদের সমস্যা নয়, বরং সকলের সমস্যা। লেখাগুলোকে কোনো নির্দিষ্ট বিষয়ভুক্ত লেখা বলা যাবে না; বরং বিশ্বকে দেখার কথা বলা যায়। শরণার্থী সমস্যা, ব্রেক্সিট, অর্থনীতি, আফ্রিকার সংকট— সব ছাপিয়ে সমাজের দিকেই চোখ রেখেছেন লেখক। তিনি জাতীয়তার বন্ধন ভেঙে আন্তর্জাতিক পরিসরে নিজের ভাবনা তুলে ধরেছেন। তাঁর এই ভাবনার পশ্চাতে কাজ করেছে মানুষ আর তার অবস্থান ও স্বপ্ন। ‘আমার বাংলাদেশ’, ‘রোহিঙ্গা’, ‘মধ্যপ্রাচ্য’, ‘ইউরোপ’, ‘চীন’, ‘প্রসঙ্গ : যুক্তরাষ্ট্র’, “বিচিত্র কথা’ অধ্যায়ে লেখাগুলো বিভাজিত। পাঠকের ভাবনার জগতে ক্রিয়া করলেই লেখা তার উদ্দেশ্যের বিন্দুতে পৌঁছতে পারবে।