ইসলাম এমন এক দীনের নাম যা এই বিশ্ব চরাচরে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের ধারণা বা বিশ্বাসের ওপরে মানবজীবনের গোটা প্রাসাদ নির্মাণ করতে চায়। মানব আবির্ভাবের একেবারে শুরু থেকেই এ পদ্ধতি চালু রয়েছে । মানবীয় জাহাজের ক্যাপ্টেন নবী ও রাসূলগণ পদ্ধতির বাস্তব রূপায়ণ ঘটিয়েছেন যুগে যুগে।